নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
আড়াইহাজারে কুকুরের কামড়ে আব্দুল ওহাব (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব ওই এলাকার সফর আলীর ছেলে।
হাসপাতাল সূত্র ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে ছোট ফাউসার আব্দুল ওহাব বাড়ি থেকে পাশের সনাতন ধর্মের এক ব্যক্তির কাছে ব্যবসায়ীক কাজে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে তিনটি কুকুর তাকে কামড়াতে থাকে। কামড়ের চোটে এক পর্যায়ে তিনি ওই স্থানেই অজ্ঞান হয়ে পড়ে যান।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









Discussion about this post