র্যাব, ডিবি পুলিশ ও থানা পুলিশ একাধিকবার নারায়ণগঞ্জ শহরের বাস টার্মিনালে বিশাল বিশাল জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেও থামানো যায় নাই এই অপরাধী চক্রের দৌড়াত্ম । কুক্ষাত জুয়াড়ি শাহজাহান শহরের একটি প্রভাবশালী অপরাধী চক্রের শেল্টারে দীর্ঘদিন যাবৎ নানা নামে নানা আয়োজনে চালিয়ে যাচ্ছিলো জুয়ার আসর । শাহজাহান ছাড়াও শহরের টানবাজার, বংগবন্ধু সড়ক ও চাষাড়ার একটি বিশেষ ক্লাবে নিয়মিত জুয়ার আস্তানা চালু রয়েছে বলেও গুঞ্জন রয়েছে। বারবার এই অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও থামানো যায় নাই জুয়া ।
এমন অসংখ্য অভিযোগের পর এবার নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে বসে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ি আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
৪ জুন বৃহস্পতিবার দুপুরে তাদের আটক হয়েছে বলে পুলিশ জানায়।
আটকরা হলো পরিতোষ সাহা (৩৬), মো: ফারুক (৩০), মো : দেলোয়ার হোসেন (৩২), নূরউদ্দিন (৪০), শাহজাহান (৪৮), ও নাসির (৪০)।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অপরেশন আব্দুল হাই জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে মধ্যে দুপুরে প্রকাশ জুয়া খেলার সময় সাতজন আটক করা হয়েছে। ওই সময় জুয়া খেলা সরঞ্জাম উদ্ধার হয়েছে। তাদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post