বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শাহজালাল বাচ্চুর নের্তৃত্বাধীন বাংলাদেশ ওষুধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করেছে।
শনিবার ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়। মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করে বানিজ্য মন্ত্রণালয় মনোনীত নির্বাচন কমিশন।
সম্মিলিত পরিষদের ৪৩জন প্রার্থী নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচিতরা সবাই পরিচালক হিসাবে দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে সমিতির অভ্যন্তরীণ সভায় সভাপতি ও সহ-সভাপতিদের মনোনীত করা হবে। নির্বাচনে সম্মিলিত পরিষদের প্রধান শাহজালাল বাচ্চু ভোট পেয়েছেন ৯ হাজার ৩৭৬টি। বিপরীতে প্রতিদ্বন্ধী সাদেকুর রহমান পেয়েছেন ১৯১ ভোট। জাকির হোসেন রনি পেয়েছেন ৯ হাজার ৩১৯ ভোট।
জানা গেছে, ২৭ বছর ধরে সভাপতি হয়ে আছেন সাদেকুর রহমান। তিনি এবারও সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন। এই পদে থেকে তিনি এক সময় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, পরে সোনারগাঁও পৌরসভায় ২বার মেয়র নির্বাচিত হয়েছেন।









Discussion about this post