কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন আনুষ্ঠিত হয়েছে ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) সকালে নারয়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র সহসভাপতি এড. জাকির হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাকিদ মোস্তাকিম শিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর বিএনপি নেতা এড. আব্দুল মতিন, আল-মামুন প্রমুখ।
সভাপতির বক্তব্যে এড. জাকির হোসেন বলেন, সরকার জানে খালেদা জিয়ার মুক্তি দিলে দেশে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে আইনের শাসন, ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার নেই। তারা কথায় কথায় উন্নয়নের কথা বলে অথচ একটু বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তারা উন্নয়নের নামে কি করছে কাদের উন্নয়ন হচ্ছে তা এদেশের জনগণ জানে।
তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার মত এক দলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করে দেশ বাকশল কায়েম করতে চাইছে। তারা বিএনপি’র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে এখনও ক্ষমতায় টিকে আছে।এখনও সময় আছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দিন নতুবা আপনাদের পতনের জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা এড. আনিছুর রহমান মোল্লা, কামরুল হাসান সাউদ চুন্নু, মাসুদ রানা, সাইফুল ইসলাম বাবু, মানিক বেপারী, হারুন শেখ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হুমায়ুন মোল্লা, সহ-কৃষি বিষয়ক সম্পাদক জাহিদ প্রধান, জলবায়ু বিষয়ক সম্পাদক মানিক দেওয়ান, শিল্প-বিষয়ক সম্পাদক আনোয়ার গাজী সহ সাইফুল ইসলাম, মুহাম্মদ লিটন, নাছির আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
অপরদিকে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে এক ঘন্টা পুলিশে অবরুদ্ধ ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। পরবর্তীতে পুলিশি বাধা পেরিয়ে নেতাকর্মীরা রাস্তায় নেমে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মহানগর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী বৃষ্টিতে ভিজে এসে অবস্থান নেন। ওই সময় সদর মডেল থানা পুলিশ নেতাকর্মীদের মার্কেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে মার্কেটের সিড়িতে অবস্থান নিয়ে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখেন।









Discussion about this post