নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও দলটির নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী ।
শুক্রবার (৩ ডিসেম্বর) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান মেয়র আইভী কেই পুনরায় নৌকার কান্ডারী হিসেবে নাসিক নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। চিকিৎসক সেলিনা হায়াৎ আইভীর মনোনয়ন নিশ্চিত করেছেন নির্ভরশীল একটি সূত্র ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চার জন নেতার নাম আসে। এর মধ্যে থেকে আইভীকেই আবারও বেছে নিল আওয়ামী লীগের হাইকমান্ড।
বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।









Discussion about this post