এনএনইউ রিপোর্ট :
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২৩ জানুয়ারি (বুধবার) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় আমিনুর রহমানের বাড়িতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে কয়েক বন্ধু মিলে মদ্যপান করলে গুরুতর অসুস্থ হয়ে পরলে তাদেরকে ঢাকা মেপডক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় আশিক ও আকিব নামের দুই যুবক।
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আবুল হোসেনের ছেলে আশিক হোসেন (২০) ও একই এলাকার আলাউদ্দিন আক্তারের ছেলে আকিব উদ্দিন (২৪)।
শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুরে আশিক ও আকিব মারা যান। অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের অনেকেই।









Discussion about this post