প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে বাবা-মেয়ে রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেয়।
নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন।
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাড়া এলাকায় শুক্রবারে দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে এসআই জানান, বেলী ৩ ডিসেম্বর আমেরিকা থেকে ফিরে চাষাড়ায় তার খালার বাসায় ছিলেন। একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তার বাবা তাকে খালার বাসা থেকে নিয়ে আসতে যান। বাবা-মেয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে বাবা-মেয়ে রাস্তায় পড়ে যান। এরপর ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রাকের চাকার নিচ থেকে বাবার ও সড়কের পাশ থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে।
চাষাড়ায় ট্রাকের চাপায় বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত হয়েছেন রিক্সাচালক তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ।









Discussion about this post