নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রাকচাপায় বাবা ও যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
শনিবার দুপুরে নিহত মেয়ে মুক্তি আলীফের মা আয়েশা রহমান সিদ্দিকা ট্রাকচালক হাবিবুর রহমানের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
এদিকে ট্রাকটির ফিটনেস ছিল না বলে জানায় পুলিশ।
আয়েশা রহমান এজাহারে উল্লেখ করেন, তিনি ও তাঁর মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। দেড় মাস আগে মায়ের অসুস্থতা ও পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে দেশে আসেন। শুক্রবার তাঁর সাবেক স্বামী আলতাফ হোসেন ও মেয়ে মুক্তি আলীফ বেড়ানোর উদ্দেশে ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। এক পর্যায়ে দ্রুতগতির একটি ট্রাক সামনের দিক থেকে রিকশাকে ধাক্কা দেয়। তাঁরা পড়ে গেলে ট্রাকচালক হাবিবুর রহমান বাবা-মেয়ের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আয়েশার ভগ্নিপতি আলী আকবর জানান, মেয়েকে হারিয়ে তিনি (আয়েশা) মানসিকভাবে ভেঙে পড়েছেন। সারাক্ষণ বিলাপ করছেন। তিনি এখন পাগলপ্রায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ কুণ্ডু বলেন, ট্রাকটি অনেক আগের। এটি বেডফোর্ড ইঞ্জিনের। কিছু কাগজ পাওয়া গেছে, ট্রাকটির ফিটনেস নেই। বিআরটিএতে কাগজপত্র যাচাই করতে দেওয়া হবে। ট্রাকচালক হাবিবুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এসআই দেবাশীষ কুণ্ডু বলেন, শুক্রবার এমনিতে সড়ক ফাঁকা থাকে। এ কারণে দ্রুতগতিতে চালানোর কারণে ওই দুর্ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদে চালক জানান, হঠাৎ রিকশাটি সড়কে উঠে এলে তিনি ব্রেক কষেও গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহত মেয়েটির মা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। ওসি বলেন, সড়ক পরিবহন আইনের সর্বোচ্চ শাস্তির ধারায় মামলাটি হয়েছে।
নাম প্রকাশ না করার অনুরোধে এক শ্রমিক নেতা জানান, বেডফোর্ড ইঞ্জিনের অধিকাংশ ট্রাকের ফিটনেস মেয়াদোত্তীর্ণ। কিছু গাড়ির কাগজপত্র আছে, সেগুলোর সংখ্যা খুবই কম। পুলিশকে মাসোহারা দিয়ে ট্রাকগুলো সড়কে চলছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এসব ট্রাকের দাম কম। চালক ও হেলপার মিলে কিনে এসব ট্রাক নিজেরাই চালান।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক বলেন, ‘জেলা পরিষদের ডাকবাংলোর কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কটি প্রশস্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছি। কিন্তু দাবি বাস্তবায়িত হয়নি। সেখানে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। অবিলম্বে সড়কটি প্রশস্ত করা ও অবৈধ ট্রাকসহ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম সংবাদ মাধ্যমে বলেন, এ ধরনের মৃত্যু কখনো কাম্য নয়। ট্রাকসহ যেসব যানের ফিটনেস নেই, সেগুলোর বিরুদ্ধে বিআরটিএসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে যৌথ অভিযান চালানো হবে।
শুক্রবার দুপুরে শহরের চাষাঢ়া জেলা পরিষদের ডাকবাংলোর সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে ইটবোঝাই দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওষুধ ব্যবসায়ী আলতাফ হোসেন ও তাঁর মেয়ে মুক্তি আলীফের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন আশপাশের লোকজন। শুক্রবার দুপুরে শহরের জামতলার খালার বাসা থেকে বাবা আলতাফ হোসেনের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে ব্যাটারিচালিত রিকশায় সোনারগাঁ গ্রামের বাড়ি যাচ্ছিলেন মুক্তি আলীফ। বেপরোয়া ট্রাকের চাপায় বাবা-মেয়ে প্রাণ হারান।








Discussion about this post