শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় মাদক বিক্রির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আরো চারজন আহত হয়েছে।
মাদক বিক্রেতা সোহাগ গ্রুপ ও মিলন গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতের নাম রুবেল (৪০)। সে শহরের দক্ষিন জামতলা ধোপাপট্টি এলাকার মোরেশেদার বাড়ির ভাড়াটিয়া । নিহতের স্ত্রী হামিদা জানায়, সন্ধ্যায়ে সে বাসা থেকে বের হয়ে যায়।
লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।
২৮ জুন সোমবার রাত ৯টায় শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকাতে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, চাষাঢ়ায় মাদকের স্পটটি পরিচালনা ২ গ্রুপের মধ্যে কয়েকদিনে ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে উভয় পক্ষের লোকজন একে অন্যের উপর হামলা চালায়। তখন রুবেল নামের ওই যুবককে কুপিয়ে গুরুতর আহত করে । তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু ঘটে।
আহত জুয়েল (৩২), জামান (২৮), সোহাগকে (৪০) ও হাফিজ (১৮) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে ছুটে আসা ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন, মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এখানে একজনের মরদেহ রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থলেও পুলিশ রয়েছে।
রক্তাক্ত গুরুতর আহত আরো কয়েকজন কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে জরুরী বিভাগের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলেও আহত ও তাদের স্বজনরা মধ্যরাত পর্যন্ত চিকিৎসা নিতে নিজেরাই টালবাহানা করতে দেখা যায় ।
ডাক্তার গোলাম মোস্তফা ইমন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, মারামারির ঘটনায় একজনকে মৃত ঘোষণা করে মর্গে পাঠানোর জন্য পুলিশকে অবহিত করা হয়েছে আরগুরুতর আহত কয়েকজন কে ঢাকায় পাঠানো হয়েছে ।









Discussion about this post