নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দলের সংসদীয় ও স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রবীণ আইনজীবী শামসুল ইসলাম ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন এ উপজেলার চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ এবং আগামী ৭ অক্টোবর এ উপজেলায় ভোট নেওয়ার কথা রয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের আটজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।









Discussion about this post