নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক নেতা সামসুল আলম রিফাতের উদ্যোগে কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কলিমুল্লাহ, মসজিদের সাধারন সম্পাদক ও কুতুবপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর মজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফ হোসেন, মসজিদের সহ সভাপতি ও কোষাধক্ষ্য এবং বিএনপি নেতা আবু মাসুদ মিন্টু, মহানগর যুবলীগ নেতা রুহুল আমিন শাকিল প্রমুখ।
সামসুল আলম রিফাত বলেন, আপনারা সবাই আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শেখ সাফায়েত আলম সানি ভাইয়ের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমরা যেন পূর্বের মতো আবারো আমাদের সদা হাস্যোজ্জ্বল সানি ভাইয়ের নেতৃত্বে সমাজ সেবামূলক কাজ করতে পারি।









Discussion about this post