সোনারগাঁওয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে রয়েল রিসোর্টে নারী সহ আটকের পর হেনস্থার অভিযোগ তুলে বিক্ষোভ করেছে হেফাজতের ইসলামের নেতাকর্মীরা।
শনিবার (৩ এপ্রিল) রাত ১০টায় নগরীর ডিআইটি মসজিদের সামনে বিক্ষোভ করে হেফাজতের নেতাকর্মীরা। এ সময় হেফাজতের নেতাকর্মীরা ‘ছাত্রলীগের গালে, জুতা মারো তালে তালে’ ‘হ তে হাসিনা, লজ্জায় বাচি না’ ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, ‘আজ আমরা বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি। স্বাধীনতার ৫০ বছর পরে এসে কোন সম্ভ্রান্ত আলেম স্বাধীনভাবে চলতে পারছে না। স্বাধীনভাবে স্ত্রী-সন্তান নিয়ে বের হবার স্বাধীনতা নাই। সোনারগাঁয়ে কে বা কারা মামুনুল হককে হেনস্থা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। যদি কালকের মধ্যে এই ঘটনার বিচার করা না হয় তাহলে নারায়ণগঞ্জ থেকে যে আগুন ছড়িয়ে পড়েছে সে বিদ্রোহের আগুন আপনারা নিভাতে পারবেন না। এই বিদ্রোহের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে।’
এর পরেই দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন হেফাজতের নেতাকর্মীরা।









Discussion about this post