লকডাউনের দ্বিতীয় দিনে প্রবল বৃষ্টি এবং ছুটির দিন কে উপেক্ষা করে দায়িত্ব পালন করতে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ।
এছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের টিমও দায়িত্ব পালন করছে । পাশাপাশি মাঠে রয়েছে আনসার, রোভার স্কাউটস ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
শুক্রবার ২ জুলাই ছুটির দিন হলেও রাস্তায় কঠোর লকডাউন বাস্তবায়নে কোন কমতি দেখা যায়নি দায়িত্বরত সংশ্লিষ্টদের। আইনশৃংখলা বাহিনীর এমন কটোরতার কারনে নারায়নগঞ্জের সর্বত্র ছিলো লকডাউনের শিকলে বন্দি।
এদিন স্বাস্থ্য বিধিসহ নিয়ম ভাঙ্গায় জেলা প্রশাসন ২০ টি মোবাইল কোর্ট মাধ্যমে ৮৬ টি মামলায় প্রায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কাউকে কোন কারাদণ্ড দেয়া হয়নি।
সরেজমিন শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া , শিবু মার্কেট, সাইনবোর্ড, শিমরাইল ভুলতা, কাঁচপুর ও ফতুল্লার পঞ্চবটি পাগলা এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশের ২০ টি চেক পোস্টও ৩১ টি মোবাইল টীম কাজ করছে। বৃষ্টির মধ্যে কঠোর দায়িত্ব নিয়ে পথচারী যানবাহন মুভমেন্ট নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।
চাষাঢ়া এলাকায় দায়িত্বরত নারায়ণগঞ্চ ট্রাফিক এডমিন কামরুল ইসলাম জানান, নিয়ম পালনে কোন ছাড় নেই। বৃষ্টি ঝড় তুফান এগুলো আমাদের সঙ্গী ভাই। যেভাবে আপনার গণমাধ্যমও তো রাস্তায় বৃষ্টিতে দায়িত্ব পালন করছেন। তবে ভালো লাগে যখন আপনরা আমাদের সকলের কাছে তুলে ধরেন। আমাদের পরিবার এগুলো দেখে বুঝতে পারে রাস্তায় আসলে আমরা দেশের সকলে নিরাপত্তায় কাজ করছি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্ম জায়েদুল আলম জানান, আমাদের টীম বৃষ্টি আর যাই হোক দায়িত্ব পালনে অগ্রগ্রামী থাকবে। কোন কিছুতেই নিয়ম ভঙ্গে ছাড় দেয়া হবে না। সকাল থেকে দেখা যায়, বৃষ্টির মধ্যে কাজ করছেন জেলা প্রশাসনের মোবাইল টীম ম্যাজিস্ট্রেট। তাদের সাথেও রয়েছে পুলিশ। বন্দর নৌকা দিয়ে খেয়া পারাপার নিয়ন্ত্রন। রাস্তায় রাস্তায় পথচারীদের জিজ্ঞাসাবদ করছেন তারা।
এ বিষয়ে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার জানান, শুক্রবার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নিজে বিভিন্ন স্পটে দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসনের প্রায় ২২ টী টীম কাজ করছে জেলায়। বৃষ্টির মধ্যেও আমাদের টীম থেমে নেই। সবাই কাজ করছে। বৃষ্টির কারণে অনেককে ভিজতেও হচ্ছে।
তিনি আরো জানান, নানা নিয়ম ভাঙ্গার কারণে পথচারীসহ বিভিন্ন যানকে ২০ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৮৬ টি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









Discussion about this post