শহরের জিমখানা জল্লারপাড় জিমখানা এলাকায় আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে লেকের পানিতে গোসল করতে গিয়ে আরশ মিয়া (৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
মৃত আরশ মিয়া দেওভোগ পাক্কা রোড এলাকার সোহেল মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেটর ফায়ার ম্যান ইকবাল হোসেন বলেন, ‘ আজ দুপুরে স্থানীয়রা ফোনে জানান একটি শিশু রাস্তার পাশে লেকের পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘শিশুটি সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে খেলা করছিল। ওই সময় হয়তো পানিতে গোসল করতে নেমেছে কিংবা খেলার সময় লেকের পানিতে পরে যায়। পরে পানিতে ডুবে মারা যায় সে।









Discussion about this post