এনএনইউ রিপোর্ট :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বিএনপি’র নেতাদের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির সামনে আর কোন পথ খোলা নেই। উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ না করাটা হবে বিএনপির জন্য আরেকটা ভুল। তিনি উপজেলা নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহবান জানান। বিগত নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিয়েছেন। তাই দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে এসে দাঁড়ান, না হয় চুপ থাকেন।
শুক্রবার ২৫ জানুয়ারী বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুল হানিফ আরো বলেন, দেশের মানুষ খালেদা জিয়া আর তারেক রহমানের নেতৃত্ব আর দেখতে চায় না। এজন্যই সদ্য সমাপ্ত নির্বাচনে দেশবাসী বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন, এদেশে জিয়া পরিবার একটি অভিশপ্ত পরিবার। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধার আড়ালে পাকিস্তানের এজেন্ট। বিগত দিনে খালেদা জিয়া ও তারেক রহমান এদেশের বিরুদ্ধে কাজ করে প্রমাণ করেছে যে, তারা এদেশকে ধংস করতে চেয়েছিল। অতীতে তারা এদেশকে জঙ্গিবাদে রাষ্ট্রে পরিণত করেছিল। তাদের সময়ই এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। এসব কারণেই দেশবাসী আজ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ২০১৪ সালের নির্বাচনের আগে তারা জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে জ্বালাও পোড়াও করেছিল। প্রেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। আর এর জবাব ২০১৮ এর নির্বাচনে জনগণ দিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, নাসিকের কাউন্সিলর মনোয়ারা বেগম, কবীর হোসেন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে শামীম ওসমান প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশের পরিস্থিতি যদি শান্ত ও স্বাভাবিক থাকে, কোন হায়নার দল যদি আমার নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার চেষ্টা না করে তাহলে আগামীতে আমি আর নির্বাচন করবো না। তরুণ প্রজন্মের জন্য আমি আমার জায়গা ছেড়ে দিতে চাই। তিনি বলেন, আমি আমরা এই টার্মে নারায়ণগঞ্জে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে যেতে চাই। এজন্য তিনি মাহবুবুল আলম হানিফের সহায়তা কামনা করেন।









Discussion about this post