অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে মামলায় গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীম
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালত জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নেয়। পরে পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুবলীগের কথিত সমবায় বিষয়ক সম্পাদক ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালত জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নেয়। পরে পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
এ ছাড়া ১৫ ডিসেম্বর গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন জমার তারিখ ঠিক করেছে আদালত। এদিন শুনানির সময় জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বিষয়টি সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির উপপরিচালক মো. সালাহউদ্দিন। এ বছরের শুরুর দিকে দুজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়া হয়।
কুখ্যাত অপরাধী নানা অপরাধের হোতা জি কে মামীম নারায়ণগঞ্জের রাজনীতিতেও বিশাল বিতর্কিত ভূমিকা পালন করে আসছিলো । একই সাথে কোটি কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জে সরকারের ঠিকাদারী প্রতিষ্ঠান গণপূর্তের টেন্ডার নিয়ন্ত্রণ করে বিশাল টাকার ভাগবাটোয়ারর গুরুতর অভিযোগ ছিলো এই চত্রের বিরুদ্ধে । জিকে শামীমকে ঘিরে নারায়ণগঞ্জেও রয়েছে নানা অপরাধী কর্মকান্ড ।









Discussion about this post