সব শেষ । কেউ বেঁচে রইলো না । একে একে সকলের লাশ উদ্ধর হলো। ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দেড় বছরের শিশু তাসফিয়াকে উদ্ধার করা হয়েছে ৷ এ নিয়ে নিখোঁজ ১০ জনের লাশই উদ্ধার হলো ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। নিহতের মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশু তাসফিয়ার লাশ উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধার দল।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তরে এখনো পর্যন্ত ডুরে যাওয়া সেই ট্রলার উদ্ধারের কোন খবর এখনো পাওয়া যায় নাই ।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকালে যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়া এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চের। পরে ৯ জানুয়ারি ৬ জনের এবং ১০ জানুয়ারি আরো ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।









Discussion about this post