নারায়ণগঞ্জ সদর থানার ডিআইটি মার্কেট এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলম চাঁদ (২৫), মোঃ আফজাল হোসেন (২৪), ৩। মোঃ টিটু হোসেন (২৮) , ৪। মোঃ মেরাজ হোসেন (২২)। চিহ্নিত এই মাদক ব্যবসায়ীদের আটকের পর শহরের ডিআইটি মসজিদের সামনে ভিড় করতে দেখা গেছে আটককৃতদের স্বজন ও মাদক ব্যবসাযদের অনেককেই ।
মঙ্গলবার মধ্যরাতে ডিআইটির মসজিদের সামনে আটককৃতদের স্বজনদের অনেকেই র্যাবের গাড়ির সামনে দাড়িয়েই প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে জানায়, “কয়টা টেকার জন্য এই পোলাপাইন গুটি বেছে । এই গুটির মূল মালিক নিতাইগঞ্জের হাবলু মিয়ার পোলা বিটুরে কে না চিনে ? তারে কেউ ধরে না কে ? লাখ লাখ টাকার গুটি (ইয়াবা) বিটু অনেক পোলাপাইন রে দিয়া পুরা শহরে বেছায়। আর এইযে গুলশান হলে সামনে বিটু বইয়া সব শহরের সব ব্যবসা নিয়ন্ত্রণ করে তা কি কেউ জানে না । শুনছি বিটু নাকি কোন কে ক্ষমতাধর লোকরে দিয়ে থানায় প্রতি মাসে মোটা টেকা দেয় । আর এই লেইগ্যা পুলিশ কোন পোরাপাইনরে ধরে না । এখন ধরলো র্যাব ।”

গত ৬ জুলাই গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় আসামীদের হেফাজত হতে ৫ শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৬শত ৩০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলম চাঁদ নারায়ণগঞ্জ সদর মডেল থানার নিতাইগঞ্জ মন্ডলপাড়া এলাকার মোঃ আলী হোসেনের ছেলে, আসামী মোঃ আফজাল হোসেন জল্লারপাড় এলাকার মোঃ কবির হোসেন এর ছেলে, আসামী মোঃ টিটু হোসেন নয়াপাড়া এলাকার মোঃ আলমগীর হোসেন এর ছেলে , মোঃ মেরাজ হোসেন একই জেলা ও থানার বাবুরাইল এলাকার মৃত মুক্তার হোসেন এর ছেলে।
বুধবার ৭ জুলাই র্যাব-১১ এর ( আদমজীনগর, নারায়ণগঞ্জ) উপ-পরিচালক ও মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।









Discussion about this post