নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তার নির্মাণের কাজে ব্যবহৃত মাটি কাটার ড্রোজার চাপায় পিষ্ট হয়ে মাহবুবুর রহমান (৩২) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের কাঞ্চন সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান উপজেলার সুরিয়াব এলাকার ফজলুল হকের ছেলে।
নিহতের স্ত্রী রুমী আক্তার জানান, তার স্বামী একজন অটোরিক্সা চালক। বুধবার সকাল ১০ টার দিকে মাহবুবুর রহমান ডেমরা-কালীগঞ্জ সড়কের পাশে অটোরিক্সাটি রেখে প্রশাব করছিল। এসময় রাস্তার নির্মাণের কাজে ব্যবহৃত একটি মাটি কাটার ড্রোজার মাহবুবুর রহমানকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ড্রোজার গাড়িটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যবহারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।









Discussion about this post