ফতুল্লার পাগলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী একটি ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল কয়েক ঘণ্টা ধরে বন্ধ ছিলো
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
ডেমু ট্রেনটি রোববার বেলা ২টায় পাগলা ওয়াসা এলাকায় লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। দীর্ঘক্ষন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর গণমাধ্যম কে জানান, বেলা ১১টা ৫৫মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ডেমু (নারায়ণগঞ্জ কমিউটার-৪) ট্রেনটি ওয়াসা এলাকা একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। যাত্রীদের মধ্যে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও ট্রেনের তেমন কোন ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ঘটনার পর ঢাকা থেকে উদ্ধারকারীরা গিয়ে লাইন মেরামত করে ট্রেনের বগিটি লাইনে তোলার কাজ শুরু করেছে।
এদিকে লাইনচ্যুত হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জের ট্রেন চলাচল ঘন্টা ধরে বন্ধ ছিলো। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দুপুর থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশন ও চাষাঢ়া রেল স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, ইতিমধ্যে ঢাকা থেকে আসা ও নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী দুই জোড়া ট্রেনের শিডিউল পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের জানানো হয়েছে ট্রেনটি লাইনে তোলার পর চলাচল স্বাভাবিক হবে।
Discussion about this post