২০২০ সালের চাঞ্চল্যকর ঘটনার মধ্যে অন্যতম ঘটনা তল্লা মসজিদে গ্যাস বিস্ফোরণে এতো মুসুল্লীর দগ্ধ হয়ে হতাহতের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয় সারাদেশজুড়ে। এমন ঘটনায় তিতাসের ৮ কর্মমকর্ততা কর্মচারীকে বাদ দিয়ে চার্জসীট দাখিলসহ নানা ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে । বিগত সময়ে দ্রুত সময়ে তিতাস থেকে বহিস্কার, গ্রেফতার আবার রিমান্ড মঞ্জুর এবং সবশেষ দ্রুত সময়ে জামিনের পর আবার পদায়ণ করায় তুমুল বিতর্ক ছিলো সবসময় । একই সাথে বিশাল অর্থের খেলার চাঞ্চল্যকর দৃশ্য দেখে নারায়ণগঞ্জবাসী সমালোচনার ঝড় তুলে এমন মৃত্যুর কোন বিচার আসলেই কি হবে ? এমন আশংকার পর এবার এই চাঞ্চল্যকর এতো মুসুল্লীর মৃত্যুর ঘটনায় চার্জসীট প্রদানের পর আদালত চত্তরে শুরু হয় গুঞ্জন
নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। প্রধান আসামি করা হয়েছে মসজিদ কমিটির সভাপতিকে। তবে চার্জশিটে আপাতত বাদ দেওয়া হয়েছে তিতাস গ্যাসের গ্রেফতার হওয়া ৮ কর্মকর্তা-কর্মচারীকে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আদালতে চার্জশিট দেয় অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলায় আসামি করা হয়েছে: আব্দুল গফুর মিয়া (৬০), সামসুদ্দিন সরদার (৬০), শামসু সরদার (৫৭), শওকত আলী (৫০), অসিম উদ্দিন (৫০), জাহাঙ্গীর আলম (৪০), শফিকুল ইসলাম উজ্জ্বল (৪৫), নাঈম সরদার (২৭), তানভীর আহমেদ (৪৫), আল আমিন (৩৫), আলমগীর সিকদার (৩৫), আলহাজ্ব মাওলানা আল আমিন (৪৫), সিরাজ হাওলাদার (৫৫), নেওয়াজ মিয়া (৫৫), নাজির হােসেন (৫৬), আবুল কাশেম (৪৫), আব্দুল মালেক (৫৫), মনিরুল (৫৫), স্বপন মিয়া (৩৮), আসলাম আলী (৪২), আলী তাজম (মিল্কী) (৫৫), কাইয়ুম (৩৮), মামুন মিয়া (৩৮), দেলোয়ার হোসেন, বশির আহমেদ (হৃদয়) (২৮), রিমেল (৩২), আরিফুর রহমান (৩০), মোবারক হোসেন (৪০), রায়হানুল ইসলাম (৩৬)।
গত ৪ সেপ্টেম্বর সদর উপজেলার পশ্চিম তল্লার এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যুতের স্পার্ক ও মসজিদের অভ্যন্তরে জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণটি হয়েছে বলে জানিয়েছে সিআইডি। এই বিস্ফোরণে ৩৪ জনের প্রাণহানি হয়েছে।








Discussion about this post