সামান্য ছিচকে চুরির যে কোন মামলার গ্রেফতারকৃত আসামীদের জামিন পেতে কতই না ধকল পোহাতে হয় একজন আইনজীবীর । আর তিতাস গ্যাস, বিদ্যূৎ বিভাগ ও তল্লা মসজিদ কমিটির নানা অবহেলা এক বিস্ফোরণে ই ৩৭ জন নামাজ আদায়রত মুসুল্রী একযোগে দগ্ধ হয়ে ৩৪ জন মৃত্যূ বরণ করেছে । আব বাকিরা ছটফট করছেন অগ্নিদগ্ধের ঘটনায় । এমন ঘটনায় দ;ায়ের করা মামলায় গ্রেফতার হলো তিতাসের ৮ কর্মকর্তা কর্মচারী । তাদেরকে দ্রুত জামিন দেন আদালত । যা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে ।
এরপর বিদ্যুৎ মিস্ত্রি, ইলেক্টিশিয়ানে কে জামিন দেয় আদালত । সবশেষ মসজিদ কমিটির সভাপতি যিনি এই ঘটনায় তিতাসের বিরুদ্ধে ঘুষ কেলেংকারীর অভিযোগ তুলেছিলো সেই আবদুল গফুরকেও গ্রেফতার করে আদালতে পাঠানোর মাত্র ৪ দিনের মধ্যেই আদালত জামিন প্রদান করেন ।
মর্মান্তিক বিশাল এতা মুসুল্রীর মৃত্যুর ঘটনায় খোদ প্রধানমন্ত্রী যেখানে হতাহতদের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদান করেছেন সেখানে একটি কুচক্রী মহল মুসুল্লীদের এমন মৃত্যূকে পুঁজি করে নগ্ন খেলায় মেতে উঠেছে । যা নিয়ে আদালত প্রাঙ্গণসহ নারায়ণগঞ্জে সমালোচনার ঝড় উঠেছে ।
আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করে আইনজীবীদের অনেকেই বলেছেন, এই মামলায় তিতাসের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত সময়ে জামিন আবার দ্রুত সময়ের মধ্যে চাকরীতে পূণঃবহাল করে কি করে ? তাহলে আর আইনের প্রয়োজন টা ই বা কি ? তিতাস কর্তৃপক্ষ কি দেশের আইনের বাইরে তারা পরিচালিত হয় ? কে চালায় তিতাস ? রাষ্ট্র নাকি ভূতে ?
নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের মামলায় গ্রেফতার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি মেম্বার আব্দুল গফুরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
এই মামলার চার্জশিট জমা দেবার আগ পর্যন্ত আব্দুল গফুর জামিন পেয়েছেন জানিয়ে জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওয়াজেদ আলী খোকন।
তিনি সাংবাদিকদের কে বলেন, আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার রাতে তল্লা এলাকা থেকে মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদে বৈদ্যুতিক স্পার্ক থেকে উৎসারিত আগুন ও তিতাসের পাইপের লিকেজ থেকে জমা হওয়া গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ ৩৪ জনের মৃত্যু হয়েছে।









Discussion about this post