বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে অব্যাহতি পাওয়ারপর ঘটাকে “আলহামদুলিল্লাহ” বলে প্রতিক্রিয়া দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এ সময় তৈমূর আলম আরো বলেন, “এখন আমি গণমানুষের নেতা ।”
বিএনপির এই নেতার মন্তব্যে তাৎক্ষনিকভাবেই অনেকেই বলেছেন তাহলে কি বিএনপি গণমানুষের দল নয় ? এমন মন্তব্যে
রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তৈমূর আলম সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে এ প্রতিক্রিয়া দেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জেলা (নারায়ণগঞ্জ) বিএনপির অনেকেই বলছেন, ‘তৈমূর ওই বক্তব্য দিয়ে কী বুঝাতে চাইলেন, বিএনপি গণমানুষের দল নয়! গণমানুষ থেকে বিচ্ছিন্ন বিএনপি! অথচ এই দলের ছায়াতলে থেকেই তিনি অঢেল ধন সম্পদের মালিক হয়েছেন। তাদের মত গুটি দুই একজন নেতার সীমাহীন দুর্নীতির কারণেই আজ বিএনপির যত বদনাম হচ্ছে। তাকে স্থায়ীভাবে বহিস্কার করা দরকার।’
স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, দল থেকে আমাকে কিছু জানানো হয়নি। তবে আমি মনে করি, যদি এটা সত্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি সবার তৈমূর। গণমানুষের তৈমূর গণমানুষের কাছে ফিরে যাবো। আমার ভাগ্যের মালিক আল্লাহ।
গত ২৬ ডিসেম্বর তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়ে যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছিল।









Discussion about this post