প্রধানমন্ত্রীর জন্মদিনের একদিন আগে অর্থ্যাৎ ২৭ সেপ্টেম্বর রোববার নারায়ণগঞ্জের তল্লা মসজিদে নিহত ৩৪ পরিবারসহ ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনা ।
অপরদিকে “কারো ঘর পুড়ে, আর কেউ সেই পোড়া আগুণে আলু পোড়া দিয়ে খায় । সে হচ্ছে কাজিম উদ্দিন । ম্যাজিস্ট্রেটের নাম করে, মন্ত্রণালয়ের এক সচিবে নাম করে এবং জ্বালানী মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরদের নামে কোটি কোটি টাকা বাণজ্যে মেতে উঠেছে কাজিম উদ্দিন । মসজিদে পোড়ার ক্ষত না শুকালেও কাজিম উদ্দিনের বাণিজ্য চলছে সমানতালে । প্রধানমন্ত্রী মুসুল।লীদের অনুদান দেন আর কাজিম উদ্দিন চালাচ্ছে নানা অপকর্ম !“
এমনটি বলেছেন, সিআইডি কর্তৃক গ্রেফতারকৃত ৮ (আট) আাসামীর মাধ্য জামিনে মুক্ত হওয়া এক আসামীর পরিবারের ঘনিষ্টজন । একেকজন আসামীর কাছ থেকে ১০ লাখ থেকে ২০ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে কাজিম উদ্দিন । একই সাথে এই মামলা থেকে রক্ষা করতে কোটি কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে কাজিম ও তার নির্ভরযোগ্য বাহিনীর কয়েকজন সদস্য ।
আর অপরদিকে তিতাসের মহা দূর্ণীতি পরায়ণ ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধানকে এই মামলা থেকে রক্ষা করতে উল্লেখিত প্রভাবশালী চক্র বিশাল অর্থ হাতিয়ে নিয়ে চালাচ্ছে দৌড়ঝা্প ।
এরই মধ্যে এই চক্রটি প্রশাসনের উচ্চ পর্যায়ে ব্যাপক লবিং চালিয়ে আদালত থেকে গ্রেফতারের মাত্র দুই দিনের মধ্যে জামিন করানোর ঘটনায় সমালোচনার ঝড় এখনো চলছে আদালতপাড়ায় ।
নাম প্রকাশ না করার অনুরোধে কয়েকজন আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আইনজীবী হিসেবে এমন অপরাধীরা এতোগুলো মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ৮ (আট) দূর্ণীতিবাজ বরখাস্তকৃতদেরকে এতো দ্রুত সময়ে জামিন দেয়ার ঘটনার নজির আর দেখা যায় নাই । আদালত হচ্ছে সবোচ্ছ আস্থা ও সম্মানের স্থান সেখানে এমন ঘটনায় নারায়ণগঞ্জের শত শত আইনজীবীদের ব্যথিত করেছে ।”
নাারয়ণগঞ্জ তিতাসের একাধিক নির্ভরযোগ্য সূত্র আরো জানায়, তল্লা মসজিদের ভয়াবহ বিস্ফোরনের পর একে এক ৩৪ জন মুসুল্লী মৃত্যু বরণ করেছেন । এখনো মৃত্যূ যন্ত্রনায় কাতরাচ্ছেন আরো কয়েকজন । এরই মধ্যে তিতাসের দূর্ণীতিবাজদের রক্ষা করতে তিতাসের বিতর্ক সৃষ্টিকারী সিবিএ নেতা এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামান্য ওয়েল্ডার থেকে শত কোটি টাকার মালিক কাজিম উদ্দিন পোড়া ক্ষতদের পুঁজি করে বিশাল বাণিজ্য এখনো অব্যাহত রেখেছেন ।
নারায়ণগঞ্জের তল্লা মসজিদে গ্যাসের বিস্ফোপরণে মুসুল্লীদের এমন মৃত্যুর ঘটনায় একাধিক তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর ১৯ সেপ্টেম্বর শনিবার তিতাস থেকে বরখাস্তকৃত আট কর্মকর্তা কর্মচারী যথাক্রমে : ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধানকে গ্রেফতার করে সিআইডি পুলিশ । গ্রেফতারের পর তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা ফতুল্লা থানার মামলায় আসামীদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠায় । আদালতে আসাসামীদের পাঠানোর পর সেই কাজিম উদ্দিন ছিলো মহা তৎপর । তিতাসের অনেক দূর্ণীতিবাজদের সাথে নিয়ে আদালতে দীর্ঘ রিমান্ড শুনানীকালে কাজিম উদ্দিনের তৎপরতা দেখে অেনেকেই নানা তীর্য়ক মন্তব্য করেছিলেন । এরপরও থেকে থাকে নাই বিতর্কিত তিতাসের দূর্ণীতিবাজ সিবিএ ও বন্দর উপজেরার আওয়ামীলীগ নেতা কাজিম উদ্দিনের অপকর্ম ।
কাজিম উদ্দিনের সম্পদের বিবরণ, তিতাসের অবৈধ কয়েকশত বাণজ্যিক সংযোগ দিয়ে কাজিম উদ্দিন এখনো কত টাকা অবৈধভাবে প্রতিমাসে সংগ্রহ করেন তার হিসাব বের করার জন্য দূদকসহ আইনশৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন নারায়ণগঞ্জবাসী ।
সেই ওয়েল্ডার মিস্ত্রি থেকে শত কোটি টাকার মালিক নব্য আওয়ামীলীগ নেতা কাজিম উদ্দিনকে ঘিরে তিতাসের সংশ্লিষ্ট অনেকেই কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন, “প্রধানমন্ত্রী দগ্ধদের পরিবারকে দেন সহায়তা কাজিম উদ্দিন দেন সেই আগুণে আলুপোড়া ! কারো ঘর পুড়ে আর কেউ সেই পোড়া আগুণে আলু পোড়া দিয়ে খাচ্ছে । সে হচ্ছে কাজিম উদ্দিন ।”
ম্যাজিস্ট্রেটের নাম করে, মন্ত্রণালয়ের এক সচিবে নাম করে এবং জ্বালানী মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের নামে কোটি কোটি টাকা বাণিজ্যে মেতে উঠেছে কাজিম উদ্দিন । মসজিদে পোড়ার ক্ষত না শুকালেও কাজিম উদ্দিনের বাণিজ্য চলছে সমানতালে ।
এমনটি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সিআইডি কর্তৃক গ্রেফতারকৃত ৮ (আট) আাসামীর মধ্যে জামিনে মুক্ত হওয়া এক আসামীর পরিবারের ঘনিষ্টজন । একেকজন আসামীর কাছ থেকে ১০ লাখ থেকে ২০ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে কাজিম উদ্দিন । একই সাথে এই মামলা থেকে রক্ষা করতে কোটি কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে কাজিম ও তার নির্ভরযোগ্য বাহিনীর কয়েকজন সদস্য । এমন অভিযোগের ভিডিও বক্তব্য সংরক্ষণে রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে ।









Discussion about this post