খায়রুল আলম খোকন (সোনারগাঁ প্রতিনিধি) :
সোনারগাঁ উপজেলা পরিষদের দায়িত্ব বুঝে নিলেন সোনারগাঁ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আওয়ামীলীগ পরিবারের মান রক্ষা করেছেন। সোনারগাঁয়ের আপামার জনসাধারনের ভোটে আমি জয়যুক্ত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের পরিবারের মান রেখেছেন সাথে আমাদের পরিবারের ঐতিহ্য ফিরিয়ে দিয়েছেন। সেজন্য আমি সোনারগাঁবাসীকে ধন্যবাদ জানাই।
এসময় ভাইস চেয়ারম্যান বাবু ওমর বলেন, সোনারগাঁবাসী যে ভাবে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা তাদের আশা পূরনে কাজ করবো। আমরা সোনারগাঁয়ের প্রশাসনকে সাথে নিয়ে সোনারগাঁ থেকে মাদক সন্ত্রাস নিমূর্লে একত্রে কাজ করবো।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি বলেন, সোনারগাঁবাসী আমাকে নির্বাচিত করায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সোনারগাঁয়ে বাল্য বিবাহ ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখবো।
দায়িত্ব বুঝে নেওয়ার আগে বিশাল গাড়ীর বহন নিয়ে উপজেলায় প্রবেশ করেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সমর্থকরা। তারা তাদের নেতাদের শ্লোগান দিয়ে মুখরিত করে তুলেন উপজেলা চত্বর।









Discussion about this post