নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
বন্দর থানার দায়ের করা এক মাদক মামলায় এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত এই রায় প্রদান করেন।
সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত হলেন মো. মোশারফ হোসেন। সে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার উত্তর পক্ষেল এলাকার মৃত লেহাজ উদ্দিন হাওলাদারের ছেলে।
উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মে সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী বাস তল্লাশী করে ২ কেজি গাজাঁসহ মোঃ মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।









Discussion about this post