এবার নারায়ণগঞ্জে ২১৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, গত বছরের সরকারি নির্দেশনা অনুযায়ী এবছরও স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব পালন করতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কিন্তু একেবারে শেষ হয়ে যায়নি। জীবন রক্ষায় আমাদের অবশ্যই স্বাস্থ্য বিধিগুলো অনুসরন করতে হবে। সেজন্য সকল পূজা মন্ডপ ও পূজা কমিটির সহায়তা প্রয়োজন। জেলা পশাসনের পক্ষ থেকেও আপনাদের সবধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মন্ডপে হাত ধোঁয়ার ব্যবস্থা ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে। সবাই মিলে একটি সুন্দর শারদীয় দুর্গোৎসব পালন করবো।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল প্রমুখ।









Discussion about this post