নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেওবোগ পানির ট্যাংকির এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৮ ডিসেম্বর) ভোরে দেওভোগ পানির ট্যাংকির মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী আটকের পর গণপিটুনী দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। তাদের কাছ থেকে দু’টি চাকু (সুইচ গিয়ার) উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত হলো: ফতুল্লার দেওভোগ লিচুবাগের মো. জামিল হোসেনের ছেলে রাফি ওরফে জিএম রাফি (২০), দেওভোগ পাক্কা রোড এলাকার মোবারকের ভাড়াটিয়া আলেকের ছেলে অপূর্ব (২০), বন্দর থানার সাবদীর সেকান্দার খানের ছেলে সবুজ (২১), ফতুল্লা থানার দেওভোগ দাতা সড়কের অ্যাডভোকেট সোহাগের ভাড়াটিয়া কিতাব আলীর ছেলে রাকিব হোসেন ওরফে হাফিজ ওরফে হাবিব (২০) ও একই থানার লিচুর বাগের মৃত সালউদ্দিনে ছেলে রাজন (২০)।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক সোহাগ শাহ্ জানান, ফতুল্লার দেওভোগের পানির ট্যাংকি এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল বলে খবর ছিল পুলিশের কাছে। গোপন সংবাদের ভিতিত্তে তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সেখান থেকে দু’টি সুইচ গিয়ারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
এর আগে Abm Raihanur Rashid তার ফেসবুক ওয়ালে আটককৃতদের ভিডিওসহ মন্তব্যে, “#চিনে_রাখুন_এই_চারজনকে
নারায়ণগঞ্জের – মাসদাইর, বোয়ালিয়াখাল, গলাচিপা, দেওভোগ, ডিআইটি, এলাকায় কিছুদিন যাবৎ ছিনতাইকারীদের জ্বালায় অতিষ্ট হয়েছে রাতে চলাচলকারী সাধারণ মানুষ। অনেকে এদের ছুরিকাঘাতেরও শিকার হয়েছেন।আজকে ভোর রাতে মাসদাইর ও বোয়ালিয়াখালের কিছু সমাজসেবী তরুণ ৩ রাত না ঘুমানোর অক্লান্ত চেষ্টার (এদের ধরার জন্য) মাধ্যমে বোয়ালিয়াখাল থেকে এদেরকে আটক করে।
আটককালে ৪ টা সুইজগিয়ার ছুরি পায় এদের কাছে। ভালো করে উত্তমমদ্যম দিয়ে পুলিশে সোদর্পন করে।









Discussion about this post