ব্যাপক দূর্ণীতি, অসংখ্য ক্যাশিয়ারের প্রতিনিয়তঃ চাঁদাবাজি এবং নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিবিদদের তোষামোদ করে নারায়ণগঞ্জের পরিবেশ ধ্বংস করে টিকে থাকা সরকারী সংস্থা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এবার সাক্ষাৎ করে নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর সহায়তা কামনা করেছেন । নারায়ণগঞ্জের পরিবেশ মারাত্মক উল্লেখ করে কর্মকর্তা মো. জিয়াউল হক তার করণীয় নানা দিক তুলে ধরেন এই বৈঠকে। এ সময় শীতলক্ষা নদী দূষণসহ নানা বিষয় উঠে আসে আলোচনায়
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হক। রোববার ২৬ সেপ্টেম্বর নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন কারখানার দূষণ নিয়ন্ত্রণে মতবিনিময় করেন তারা। উভয় সংস্থা কিভাবে যৌথভাবে পরিবেশ দূষণে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের পরিচালকের সাথে এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা অঞ্চল কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া সুলতানা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম এবং সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন।
মতবিনিময় শেষে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা নিতাইগঞ্জ অবস্থিত বিভিন্ন ফ্লাওয়ার মিল ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেন।









Discussion about this post