নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মতো মহানগরীর সড়কের মোড়ে মোড়ে, ফুটপাতে রয়েছে অসংখ্য চাঁদাবাজ । কাকাঢাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত এমন চাঁদাবাজি করছে ৩০/৪০ জন লাইনম্যান। কোটি কোটি টাকার চাঁদাবাজির অভিযোগসহ হিসেবের বিশাল তথ্য অসংখ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে অসংখ্যবার । কিন্তু চাঁদাবাজি কি বন্ধ হয়েছে ? নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় র্যাব কার্যালয়ের গেইটের সামনেই প্রকাশ্যে বছরের পর বছর যাবৎ চাঁদাবাজি করছে সোহেল নামক এক বহিরাগত ছিচকে সন্ত্রাসী । যার পৈত্রিক নিবাস এই নগরীতে না হলেও বিশাল চাঁদাবাজি করে নগরীর মাসদাইর এলাকায় বহুতল বাড়ি তৈরী করেছে এই সোহেল । ফুটপাতে সোহেলের মতো চাঁদাবাজ আসাদ ফুটপাতে এক যুবককে হত্যাকান্ড ঘটিয়ে পলাতক থাকলেও এই বিশাল চাঁদাবাজি বর্তমানে নিয়ন্ত্রণ করছেন চাঁদাবাজ রহিম। এমন অষংখ্য চাঁদাবাজ রহিম, আসাদ, সোহেল রয়েছে এই নগরীতে । যাদের কোন স্থায়ী ঠিকানা এই নগরীতে না থাকলেও এরাই নগরীতে প্রকাশ্য চাঁদাবাজিসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ।
কি করে র্যাব ও পুলিশের নাকের ডগায় চাঁদাবাজি করছেন সোহেল, আসাদ (খুনি আসাদ), রহিম মুন্সীসহ ৩০/৪০ জন লাইনম্যান হিসেবে পরিচিত অপরাধীরা ? ফুটপাত ছাড়াও নগরীর কালীরবাজার, চাষাড়া চত্তর, মন্ডলপাড়া, ডায়মন্ড হল চত্তর, নিতাইগঞ্জসহ অসংখ্য এলাকায় প্রকাশ্য চাঁদাবাজি করার সাহস পাচ্ছে এই বহিরাগত সন্ত্রাসীরা । র্যাব প্রায়ই এমন চাঁদাবাজদের গ্রেফতার করলেও অতি দ্রুত সময়ের মধ্যেই চাঁদাবাজদের বিরুদ্ধে জোড়ালো প্রতিবেদন না থাকায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে যেই পুরানো চাঁদাবাজি চালিযে যাচ্ছে এই অপরাধীরা ।
ফতুল্লার আজমিরিবাগ রনির বাসার ভাড়াটিয়া মো: ফজলু শেখ ও জামালপুর জেলার সদর থানাধীন বগালী ১নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের পুত্র ও ইসদাইর বুড়ির দোকান মোঃ রনির বাড়ীর ভাড়াটিয়া মোঃ হারুন মিয়া (৪৬) কে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করলেও এই চাঁদাবাজদের নেপথ্যের শেল্টারদাতা কারা ?এই্ নগরীতে এই ভাড়াটিয়া বহিরাগতরা অপরাধ করার সাহস কি এরাই একা একাই করতে পারে ? বিশাল এই নেপথ্যে কারা ?
রহিম মুন্সী, করিম মুন্সী, রহিম মুন্সী, আসাদ, সোহেল, ভান্ডারীসহ এমন অসংখ্য লাইনম্যান হিসেবে পরিচিত চাঁদাবাজরা র্যাব ও পুলিশের নাকের ডগায় দাড়িয়ে কার শেল্টারে প্রকাশ্যে নগরবাসীকে জিম্মি করে এমন অপরাধ চালিয়ে যাচ্ছে তার তথ্য প্রকাশ করার দায়িত্ব আসলে কার ? ২০১৯ সালের ২৪ মার্চ রোববার চাঁদাবাজ মোতালেব ভান্ডারী দম্ভ করে বলেছিলেন, “নারায়ণগঞ্জের ফুটপাতে আমি একাই চান্দা তুলি না !” মুঠোফোনে এমন দম্ভের পর আজো পর্যন্ত প্রতিদিনই চাঁদা আদায় কছে মোতালেব ভান্ডারীসহ নগরীর চিহ্নিত চাঁদাবাজরা ।
শনিবার দুপুরে ফতুল্লার আজমিরিবাগ রনির বাসার ভাড়াটিয়া মো: ফজলু শেখ ও জামালপুর জেলার সদর থানাধীন বগালী ১নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের পুত্র ও ইসদাইর বুড়ির দোকান মোঃ রনির বাড়ীর ভাড়াটিয়া মোঃ হারুন মিয়া(৪৬) কে গ্রেফতারের খবর নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সকল গণমাধ্যমে প্রকাশিত হলে নগরীবাসী এমন প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে।
রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত চাঁদাবাজ গ্রেফতারের খবর :
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। ১১ ডিসেম্বর শনিবার দুপুরে র্যাব-১১ এ অভিযান চালায় ।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা থানার বাগদুর ১২নং ওয়ার্ডের মৃত কেরামত আলী শেখের পুত্র ও বর্তমানে ফতুল্লার আজমিরিবাগ রনির বাসার ভাড়াটিয়া মো: ফজলু শেখ ও জামালপুর জেলার সদর থানাধীন বগালী ১নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের পুত্র ও ইসদাইর বুড়ির দোকান মোঃ রনির বাড়ীর ভাড়াটিয়া মোঃ হারুন মিয়া (৪৬)।
১১ ডিসেম্বর সন্ধ্যায় র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার ও উপ পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উক্ত চাঁদাবাজগণ নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া বঙ্গবন্ধু মোড়ের দক্ষিণ পাশের্^ পঞ্চবটি যাওয়ার রাস্তার সম্মুখে প্রিমিয়াম ব্যাংকের সামনে দীর্ঘদিন যাবৎ টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহন ও গ্রহনের চেষ্টা সহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দুষ্কৃতিকারী উক্ত চাঁদাবাজরা বলপূর্বক দৈনিক প্রতি গাড়ী হতে ১০/- টাকা থেকে ৫০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post