নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নতুন পুলিশ সুপার কে নিজেদের অবস্থান জানাতে এবার নতুন নাটক মঞ্চস্থ্য করলো হকার নেতা কুক্ষাত চাঁদাবাজ রহিম মুন্সী ও তার সহযোগি চাঁদাবাজসহ অন্যান্য হকাররা ।
চাষাঢ়ায় সোনালী ব্যাংকের সামনের ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় দুই হকারকে মারধরের অভিযোগ তুলে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্লোগান দিয়ে সড়ক অবরোধ করে দখলদার হকার ও তাদের নেতারা । এ ঘটনায় হকারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা সমবায় মার্কেটের সামনে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালায়। একই সাথে পুলিশের কর্মকর্তারা উপস্থিত হওয়ার পর কুক্ষাত চাঁদাবাজ রহিম মুন্সী অবরোধ প্রত্যাহরের নাটক মঞ্চস্থ্য করে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় চাষাঢ়ায় সোনালী ব্যাংকের সামনে এমন নাটক মঞ্চায়ণ করে হকাররা ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ সন্ধ্যা সাড়ে ৫টায় সোনালী ব্যাংকের সামনে টহল দিতে আসে । এই সময় তারা হকারদের ফুটপাত ছেড়ে দিতে বলে। সে সময় রনি তালুকদার নামের এক পুলিশ কনস্টেবল মানিক নামের এক হকার ফুটপাত ছাড়তে টালবাহানা করায় গালীগালাজ করে । পরবর্তীতে হকারের মালামাল সাজিয়ে রাখার জন্য ব্যবহৃত টেবিলটি হকারদের কেউ কেউ নিজেরাই ভেঙ্গে সেখান থেকে একটি পায়া খুলে নিয়ে সামনে এগিয়ে আসে হকাররা । এমন ঘটনাকে পুজি করে হকারকে মারধর করা হয়েছে বলে শ্লোগান দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালায় হকার ও তাদের নেতা চাঁদাবাজ রহিম মুন্সীসহ অন্যান্যরা ।

হকারদের মধ্যে এমন ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা ‘আমার ভাইরে মারলো কেন ? জবাব চাই, জবাব চাই’ ইত্যাদি স্লোগানে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই এসে হকারদের আশ্বস্ত করে বলেন, যে পুলিশ এ ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনারা রাস্তাটা ছেড়ে দেন। তারপরও হকাররা না সরে দাড়ালে হকার নেতা রহিম মুন্সী এসে হকারদের বলেন, স্যার বলছে ঐ পুলিশের সুষ্ঠু বিচার করবে। তোমরা সড়ক ছেড়ে দাও। পরবর্তীতে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই ও হকার নেতা রহিম মুন্সী দুজন একসাথে এসে হকারদের আবার বোঝানোর পর পরিস্থিতি শান্ত হয়ে আসে। হকাররা সড়ক ছেড়ে দেয়।
নাম প্রকাশ না করার অনুরোধ করে হকারদের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বঙ্গবন্ধু সড়কের হকারদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী এবং সংসদ সদস্য শামীম ওসমানের বিশাল দ্বন্ধের নেপথ্যে ফুটপাতের চিহ্নিত এই হকার ও চাঁদাবাজরাই দায়ী । ২০১৯ সালের পুরোটা সময়ে পুলিশ সুপার হারুন অর রশিদ ফুটপাত দখলে বিষয়ে কঠোর অবস্থানে ছিলেন । তাতেই মনক্ষুন্ন ছিলো দখলদার হকার ও হকারদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী নেতারা । এসপি হারুন বদলীর সুযোগে আবারো ফুটপাত দখল নতুন নাটক মঞ্চায়ন করতে সদা প্রস্তুতি ছিলো হকারদের । নতুন পুলিশ সুপার জায়েদুল আলম ফুটপাত নিয়ে কি চিন্তাভবনা করছেন তা জানতেই নতুন নাটক নিয়ে ছক করতে থাকে হকার নেতাদের কেউ কেউ । সেই প্রস্তুতি থেকেই সোমবার সন্ধ্যায় এমন নাটক মঞ্চায়ণ করে পরিস্থিতি পর্যবেক্ষন করছে হকার নেতা ও তাদের শেল্টারদাতারা । পুলিশ সুপার এমন ঘটনায় কি করেন তা দেখার অপেক্ষায় রয়েছে হকারদের মাধ্যমে আদায়কারী স্বার্থান্বেষী একটি গোষ্ঠি ।
সূত্রটি আরো জানায়, নতুন পুলিশ সুপার নারায়ণগঞ্জে যোগদানের আগে থেকেই নারায়ণগঞ্জে দায়িত্বরত কয়েকজন ভারপ্রাপ্ত পুলিশের কর্মকর্তারা নিয়মিত মাসোয়ারা নিতো হকারদের কুক্ষাত চাঁদাবাজদের কাছ থেকে । এই কুক্ষাত চাঁদাবাজদেরকে কোনভাবেই সমর্থন করতো না সাবেক এসপি মঈনুল ও হারুন । সেই সুযোগে অনেক পুলিশ কর্মকর্তারাই নেপথ্যে থেকে কলকাঠি নেড়ে যাচ্ছেন ।









Discussion about this post