নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রক্ষাপনে এ বদলির আদেশ দেয়া হয়। অপর এক আদেশে মুস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয় ।
সদ্য বদলি হওয়া ডিসি জসিম উদ্দিন ২০তম বিসিএস কর্মকর্তা । ২০১৯ সালের ২৩ জুন তিনি নারায়ণগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাকে বদলি করে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করা হয়েছে ।
এ দিকে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি ।









Discussion about this post