নারায়ণগঞ্জের ঝুকিপূর্ণ তিন এলাকায় চলমান লকডাউন প্রত্যাহার করেছে প্রশাসন। বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, এ লকডাউন পরীক্ষামূলক কার্যক্রম ছিল।
এর আগে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে পাইলট প্রকল্প হিসেবে নারায়ণগঞ্জের তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়। গত রোববার দুপুরে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত বাড়তে থাকায় আগের মতো পুরো জেলা লকডাউন করা হবে না। সংক্রমণের হার বিবেচনায় নিয়ে তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হলো।
যে তিনটি এলাকা লকডাউন করা হয়েছিল তা হলো : নারায়ণগঞ্জ সিটি কেরপোরেশন এলাকার ১৩ নং ওয়ার্ড আমলাপাড়া, জামতলা এলাকার আব্দুল হামিদ সড়ক (এমপি গলি) ও ঢাকা নারায়ণগহ্জ লিংক রোডের রূপায়ন টাউন।









Discussion about this post