নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
ব্যাপক আলোচনার পর শেষ পর্যন্ত পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলায় যোগদান করেছেন মোহাম্মদ জায়েদুল আলম।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
নতুন এসপির আগমনে তাকে গার্ড অব অনার প্রদান এবং ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় জেলা পুলিশ। পরে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এসপি জায়েদুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদসহ সাত থানার ওসি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জায়েদুল আলম এর আগে মুন্সিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি নারায়ণগঞ্জে বদলি হন। এই আদেশে প্রায় দুই মাস পর নতুন এসপি পেল নারায়ণগঞ্জবাসী। এতদিন নারায়ণগঞ্জে ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।
গত ২ নভেম্বর স্বরাষ্টমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ হেড কোয়ার্টারে বদলি করা হয়। এসপি হারুনের বদলির আদেশের পরপরই নারায়ণগঞ্জে নতুন কে আসছেন সে বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার জায়েদুল আলম ২০১৬ সালে মুন্সিগঞ্জে যোগদানের পর দীর্ঘদিন সেখানে দায়িত্ব পালন করেন। তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সীগঞ্জের পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী । ২২তম ব্যাচের এই মেধাবী কমকর্তা একজন মুক্তিযোদ্ধার সন্তান ।
নারায়ণগঞ্জেপুলিশ সুপার হিসেবে জায়েদুল আলম যোগদানের আগে থেকেই ব্যাপকভাবে আলোচনা ছিলো, এসপি আনিসুের রহমানের পর এসপি হারুন নানাভাবে নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন । এবার দেখার বিষয় কতটুকু চমক দিতে পারেন নতুন এসপি জাহেদুল আলম ।









Discussion about this post