নারায়ণগঞ্জ শহরের প্রায় প্রতিটি বাড়িতে, অলিগলি ও প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় জ্বালানি গ্যাসের গন্ধ পাওয়ার অভিযোগ করছেন বাসিন্দারা
আজ সোমবার ভোররাত ২টা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্যাসের বিষয়ে সর্তক হওয়ার জন্য অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন।
শহরের বাসিন্দা নাজমুল ইসলাম টিপু লিখেছেন, ‘নারায়ণগঞ্জের অনেক এলাকায়ই গ্যাস লাইন থেকে প্রচুর গ্যাস লিকেজ হয়ে বিকট গন্ধ বের হচ্ছে। গ্যাস অফিসের ওরা কী করছে কে জানে ? নাকি তল্লার সেই মসজিদের মতো বিস্ফোরিত হয়ে প্রাণ না ঝরলে তাদের টনক নড়বে না। সাবধান হোন।’
অভিজিৎ সাহা লিখেছেন, ‘নারায়ণগঞ্জ সদরের অনেক জায়গায়, রাস্তার ড্রেন থেকে ও বাসায় গ্যাসের চুলার কাছ থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। সমস্যা কোথায় ? ভয় কাজ করছে জনমনে। তিতাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
রাজীব দত্ত লিখেছেন, ‘নারায়ণগঞ্জের সব জায়গায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, এর কারণটা কী কেউ বলতে পারেন?’
আরেক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘আমাদের রান্না ঘরে গ্যাসের তীব্র গন্ধে থাকা যাচ্ছে না, বমি পাচ্ছে। আশেপাশে সবারই এক সমস্যা এখন। এই সমস্যা এড়াতে করণীয় কি ?’
গত দুই দিন যাবৎ তিতাস গ্যাসের এমন গন্ধে সর্বত্র ছিলো ব্যাপক আলোচনায় । গ্যাসের এমন গন্ধের বিষয়ে একাধিকবার নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম এর মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় কোন মন্তব্য পাওয়া যায় নাই ।
তবে নারায়ণগঞ্জ তিতাসের টেকনিশিয়ান রফিকুল ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, অটোরেইন নামক এক কেমিক্যাল দিয়ে পাইপ পরিস্কার করায় এই দূর্গন্ধ ছড়িয়ে পারে । যার কারণে আতংক ছড়িয়ে পরে সর্বত্র।









Discussion about this post