নারায়ণগঞ্জে পদ পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবিতে পঞ্চম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি শুরু করে বাকাসস এর জেলা কমিটির নেতৃবৃন্দ। বিকেল ৫টা পর্যন্ত চলে এই কর্মসূচি।
বাকাসস নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রাণকৃষ্ণ চন্দ্র চন্দ, সহ সভাপতি জামাল হোসেন ভূইয়া, বাবুল আক্তার, সাধারণ সম্পাদক আবুল হোসেন শিকদারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীবৃন্দ কর্ম বিরতিতে অংশ নেন।
দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
তারা বলেন, ‘বিভিন্ন দফতরের পদ পরিবর্তন করা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে কাজ করছি। যথেষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের পদ পরিবর্তন করা হচ্ছে না। অন্যান্য দফতরে কর্মরত আমাদের জুনিয়ররাও তাদের পদ পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কিন্তু এই কালেক্টরেট সহকারীদের পদ পরিবর্তন হচ্ছে না এবং গ্রেড উন্নীত করা হচ্ছে না। সরকার আমাদের আশ্বাস দিলেও সুরাহা হচ্ছে না। কোনো উপায় না দেখে আমরা কর্মবিরতি পালন করছি। এবার আমাদের দাবি না মানা হলে আমরা কর্মসূচি চালিয়ে যাবো।’









Discussion about this post