দুদকের ব্যাপক অনুসন্ধানের পর মামলা দায়েরের পর সর্বত্র আলোচনা সমালোচনার পর পিপি ওয়াজেদ আলী খোকনকে আদালতের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে আইন মন্ত্রণালয় ।
নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকনের স্থলে ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউট হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বুলবুল।
১০ মার্চ বুধবার সকাল থেকে তিনি পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, আমি অনেকদিন ধরেই পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মিথ্যা মামলা দায়ের করে। এমতাবস্থায় আমি দায়িত্বে থাকলে বিচার কাজ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আমার স্থলে ভারপ্রাপ্ত হিসেবে অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান বুলবুলকে দায়িত্ব প্রদান করছি।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস এম ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৪ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেছেন।









Discussion about this post