সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে মামলার এ আবেদন করা হয়। তবে আদালত এখনও এ বিষয়ে আদেশ দেননি বলে জানিয়েছেন অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।
মামলার আবেদনকারী ওমর ফারুক বলেন, ‘মুরাদ হাসান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারের সদস্য জাইমা রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করেছেন। জাইমা রহমান সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। তাকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। এতে জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে। এজন্য তার নামে মামলার আবেদনটি করা হয়েছে।’
মামলায় উপস্থাপক নাহিদ হেলালকেও আসামি করা হয়েছে বলে জানান তিনি।









Discussion about this post