জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেছেন, নারায়ণগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য নারায়নগঞ্জ ফ্রেমিং এবং ব্র্যান্ড সং গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।
তিনি বলেন, একটি জেলার টুরিষ্ট স্পটের বর্ণনাসহ সচিত্র প্রকাশনা থাকলে জেলার ইকো টুরিজম বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নেওয়া ২৪টি উদ্যোগে নারায়ণগঞ্জবাসী উপকৃত হবে।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্যকে নিয়ে নির্মিত নারায়নগঞ্জ ফ্রেমিং এবং নারায়ণগঞ্জ ব্র্যান্ড সং এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কে এম আলী আজম।
তিনি আরো বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের উপর অর্পিত রুটিন কাজের বাইরেও অনেক কাজ করে থাকেন। তারা জেলার ইতিহাস এবং ঐতিহ্যকে ইতিবাচক ভাবে উপস্থাপন করবেন এমটাই প্রত্যাশা আমাদের।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ফ্রেমিং এবং ব্র্যান্ড সং একটি ধারাবাহিক উদ্যোগ এবং শ্রমের ফসল। এ কাজটি করার জন্য জেলা প্রশাসনের টিমকে অভিনন্দন জানাই।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরাসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান তার শৈশবের স্মৃতিচারল করে বলেনম নারায়ণগঞ্জের একটি দীর্ঘ সময়ের ঐতিহ্য রয়েছে।
নারায়ণগঞ্জের জামদানী মসলিন বিশ্বের সঙ্গে এ জেলাকে পরিচিত করে দিয়েছে। আমি এ শহরের একজন সন্তান হিসেবে পরিচয় দিতে গৌরববোধ করি।
অতিরিক্ত সচিব ও নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা বলেন, আমার কর্মকালীন সময়ে নারায়ণগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমাদের পরবর্তী প্রশাসনের কর্মকর্তারা এ ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা করি। পরে ব্র্যান্ড সং অংশগ্রহনকারী শিল্পী ও কলাকুশলীদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার বর্তমান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ জেলায় যোগদানের পর মোট ২৪ টি উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে মাত্র ৬ মাসের ব্যবধানে ৭ টি উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
এই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম দুটি উদ্যোগ হলো- “নারায়ণগঞ্জ ফ্রেমিং- একটি ট্যুরিস্ট ফটো এ্যালবাম” ও “নারায়ণগঞ্জ ব্র্যান্ড সং”।









Discussion about this post