নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কদমরসুল পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল ওরফে বাবুল মেম্বার (৬০) আর নেই।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় স্ট্রোকজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি…..রাজিউন।
মৃত্যকালে তিনি স্ত্রী, ২ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুজ্জামান বাবুলের মৃত্যুর খবর পেয়ে তার সতীর্থ,রাজনৈতিক সহকর্মী,আত্মীয় – স্বজন ও গণ্যামান্য ব্যাক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জন সাধারণ ছুটে আসেন তার বাস ভবনে। বাদ আছর কুঁড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে।









Discussion about this post