নারাযণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত কাউন্সিলর ও করোনা যোদ্ধা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়িতে রোববার গভীর রাতে দফায় দফায় হামলা করেছে সন্ত্রাসীরা।
ওই ঘটনায় আজ সোমবার (৯ আগস্ট) বিকেলে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা।
আফরোজা খন্দকার লুনা সাংবাদিকদের হামলার সময়ের ছবি ও ভিডিও দেখান। এতে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার মোঃ ইমরানের পুত্র ইসতুসহ (২৮) অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
জিডিতে লুনা উল্ল্যেখ করেন, রোববার দিনগত রাত ঠিক ১২ টা ১০ মিনিটের দিকে রামদা, বটি, হকিষ্টিকসহ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমার বাড়ির সামনের রাস্তায় এসে আমার স্বামী ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার বড় ভাই অ্যাডভােকেট তৈমূর আলম খন্দকারের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এ সময় তাদের সঙ্গে থাকা সাদা রংয়ের প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ- ১৫-৩৫৩৫) ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আবার তারা সংঘবদ্ধ হয়ে সাদা রংয়ের প্রাইভেটকারযোগে রাত ১টা ১০ মিনিটে ঘটনাস্থলে আসে এবং এজাহারনামীয় আসামি সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হাতে চাপাতি, বটি এবং হকিস্টিক দিয়ে আমার বাড়ির গেইটে এলোপাতাড়ি আঘাত করে ও কোপাতে থাকে। সন্ত্রাসীদের হামলায় আমার স্বামী কাউন্সিলর খোরশেদের কার্যালয়ের জানালার গ্লাস, বাড়ির প্রধান দরজা এবং বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আসামি ও অপর সন্ত্রাসীরা আমার স্বামী ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে একই সাদা প্রাইভেটকারযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগেও, সাঈদা আক্তার ওরফে সাঈদা শিউলী (৪০) আমাকে বিভিন্ন সময়ে আমার বাড়িতে ও আমার স্বামীর কার্যালয়ে এসে স্বপরিবারে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আসামি ইসতুর সঙ্গে উক্ত শিউলীর ব্যবসায়িক সম্পর্ক আছে। ঘটনার বিষয়ে আমি তাৎক্ষনিক ৯৯৯ এ অবহিত করিলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আফরোজা খন্দকার লুনা জানান, আমি অভিযোগ দায়ের করেছি এবং আশা করছি প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এই ঘটনায় কাউন্সিলর খোরশেদের স্ত্রী একটি জিডি দায়ের করেছেন। আদালতের আদেশ নিয়ে আমরা ঘটনাটি তদন্ত করবো।
এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নগরজুড়ে ।









Discussion about this post