নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে ৩ টি ওয়ার্ডে ভোটের লড়াইয়ে নেমেছে স্বামী-স্ত্রী।
নাসিকের ৩নং ওয়র্ডে ২ বারের নির্বাচিত কাউন্সিলর শাহজালাল বাদল ও তার স্ত্রী জোতি এই দুই জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটর্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।
অপরদিকে নাসিক ৬নং ওয়ার্ডেও ভোটের লড়াইয়ে নেমেছে স্বামী-স্ত্রী। এই ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক প্যানেল মেয়র মতিউর রহমান মতি ও তার স্ত্রী রোকেয়া রহমান। এছাড়া মতির ভাগ্নে মোঃ আল মামুনুর রশিদও মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ওয়ার্ডে মতির অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম মন্ডল ও তার ভাই মোঃ মজিবুর রহমান মন্ডল।
এছাড়া নাসিকের ১৭ নং ওয়ার্ডে ভোটের লড়াইয়ে নেমেছে স্বামী-স্ত্রী। এই ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন কাউন্সিলর মোঃ আব্দুল করিম বাবু ও তার স্ত্রী ফারহানা করিম। তাদের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, প্রার্থীতা বাতিল হতে পারে এই আশঙ্কায় এই ৩ জন হেভীওয়েট প্রার্থী তাদের পাশাপাশি স্ত্রীদেরও মনোনয়নপত্র দাখিল করিয়েছিলেন।
শেষ পর্যন্ত তাদের নির্বাচনী মাঠে নাও দেখা যেতে পারে। তবে যদি শেষ পর্যন্ত তারা ডামি প্রার্থী হিসেবে মাঠে থাকেন তাহলে ভোটরঙ্গে সেটা হাস্যোরস জোগাবে বলেও মনে করছেন অনেকে।









Discussion about this post