রাজধানীর মোহাম্মদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজী মিজানুর রহমান (৫০) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পরিদর্শককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (২১ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও আহত হয়েছেন গাজী মিজানুর রহমানের কেয়ারটেকার গোলাম মোস্তফা (৪৫)।
মিজানুর রহমান জানান, ‘মোহাম্মদপুরের বসিলায় আমার জমি দেখতে গেলে আমিন-মমিন হাউজিংয়ের সন্ত্রাসী শাহ আলম ও জামিলসহ প্রায় ৭-৮ জন আমার ওপর হামলা চালায়। পরে তার মোটর সাইকেল ভাঙচুর ও সঙ্গে থাকা পিস্তল ছিনিয়ে নিয়ে যায়।’
তিনি আরও জানান, ঘটনার পর প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন তিনি। মিজানুর রহমান নারায়ণগঞ্জে কর্মরত রয়েছেন।









Discussion about this post