নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নানা বিতর্কের পর ওসি কামরুল ফারুক কে বদলী করে নতুন ওসি হিসেবে বদলীর মাত্র এক সপ্তাহের মধ্যে এবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান কে বদলী করা হয়েছে।
আসাদুজ্জামান বদলীর ঘটনার গুঞ্জনের সাথে সাথে নারায়ণগঞ্জ শহরের গম চোর চক্রের গডফাদাররা, তেল চোর, সুতার চোরাই কারবারী, রঙ চোরাই ব্যবসায়ী, ফুটপাতের কুখ্যাত চাঁদাবাজখ্যাত লাইনম্যান, নিষিদ্ধ পলিথিন কারখানার অপরাধী চক্র নানাভাবে বিচলিত হতে দেখা গেছে
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে বদলি করা হয়েছে।
তার পরিবর্তে দায়িত্ব পাচ্ছেন দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ্ জামান।
বুধবার (২৫ নভেম্বর) ওসি মো. আসাদুজ্জামানকে বদলি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম।
বদলির বিষয়ে সদরের ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঢাকার মালিবাগে এসবিতে বদলি করা হয়েছে তাকে। আজই তিনি এ চিঠি পেয়েছেন। দু-এক দিনের মধ্যে নতুন ওসির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলেও জানান তিনি।
এদিকে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামানকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুলাই সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলামকে বদলি করা হয়। তার স্থলে দায়িত্ব পান মো. আসাদুজ্জামান। এক বছরেরও বেশি সময় তিনি সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।









Discussion about this post