নারায়ণগঞ্জ নিউজ আপেডট :
শেষ পর্যন্ত নানা প্রতিকূলতা কাটিয়ে আইনী জটিলতার পর উচ্চ আদালতের আদেশে সদর মডেল থানায় ফের দায়িত্ব গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ।
২ এপ্রিল মেঙ্গলবার বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারী গাড়ী যোগে থানায় যোগদান করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় । থানায় সকল দারোগা, সহকারী দারোগা ও কন্সষ্টেবলরা ওসি কামরুল ইসলামেক জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পরেন ।
যোগদান করে ওসি কামরুল ইসলাম বলেন, আদালত এবং সিআইডির তদন্ত কর্মকর্তাকে ৪৯ হাজার পিছ ইয়াবাসহ আটক এএসআই রুবেল সোহরাওয়ার্দী আামকে জড়িয়ে যে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলো তা উচ্চ আদালত দীর্ঘ পর্যালোচনার পর এবং মোবাইল কল বেকর্ড যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাকে রুবেল সোহরাওয়ার্দীর বিরুদ্ধে মানহানীর মামলা করার পরামর্শ দেয় । একই সাথে এই ঘটনার সাথে সদর থানার ওসি কামরুল কোন অবস্থাতেই জড়িত ছিলো না বলে আদেশ প্রদান করে ।
গত ৩১ মার্চ উচ্চ আদালতের এমন আদেশের পর আজ মঙ্গলবার ফের সদর থানায় যোগদোন করে সকলের সহযোগিতা কামনা করেন ওসি কামরুল ইসলাম ।









Discussion about this post