নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি থেকে আরেকটি বাল্কহেডে যাওয়ার সময় বুড়িগঙ্গা নদীতে পড়ে নিখোঁজের ৮ ঘন্টা পর আতিফ আফনান নামে মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ শাহিন কোলেষ্টর ঘাটে নিখোঁজ হলে এদিন বিকেল ৫টায় লাশটি উদ্ধার করা হয়।
আতিফ আফনান(১২) লক্ষীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ীর শাহাদাত হোসেনের পুত্র । সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করেন এবং ধর্মগঞ্জ ইসলামীয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিলো । খবর পেয়ে মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ এলাকাবাসী নদীর তীরে ভীড় জমিয়েছে।
নিহতের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান প্রতিদিন বাসা থেকে আগেই মাদ্রাসায় চলে আসে। আজও আগেই আসছে। সকাল ৯টায় সে মাদ্রাসা থেকে সহপাঠিদের সঙ্গে নদীর তীরে আসে ঘুরতে। এরপর একটি থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেচিয়ে নদীতে পড়ে যায়। এরপর বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল আফনানের মৃতদেহ উদ্ধার করেছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান শনিবার রাতে জানান, লাশ উদ্ধার করে নিহতের বাবার কাছে হস্তান্তর দেয়া হয়েছে।









Discussion about this post