সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আবারও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন সিদ্ধিরগঞ্জবাসী। চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামী নুর হোসেন সিদ্ধিরগঞ্জ ছেড়ে যাওয়ার পর আতঙ্ক কামলেও নতুন করে আবারও আতঙ্কগ্রস্থ হয়েছেন সিদ্ধিরগঞ্জবাসী ।
সিদ্ধিরগঞ্জের দন্ডমূর্তের কর্তা হিসাবে পরিচিত নুর হোসেন সিদ্ধিরগঞ্জ ছেড়ে যাওয়ার পর ২০১৪ সালের মে মাস থেকে সিদ্ধিরগঞ্জবাসী নুর হোসেনের প্রভাবমূক্ত ছিল । এতে তার কাছের কয়েকজন সহযোগী শিমরাইল মোড়ে কিছু কিছু চাঁদাবাজী করলেও বর্তমানে সেই চাঁদাবাজী আরো বৃদ্ধি করার পায়তারা করতে এবং সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ব্যবসা এবং দখল করতে এলাকায় এসেছে তার ভাই নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়া। এজন্য নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়া শোডাউনও করেছেন।
তার আগমন জানান দিতে পোষ্টার লাগাচ্ছেন সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লায় ও অলিগলিতে । নিজেকে বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে সাটানো ঐ ব্যানার এখন সিদ্ধিরগঞ্জের সর্বত্র শোভা পাচ্ছে। সংগঠনটির ২য় জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ২৬ জানুয়ারী মিছিল নিয়ে শোডাউন করেছেন নুর হোসেনের আদরের ছোট ভাই নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়া।
২৬ জানুয়ারী সকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকা থেকে অর্ধশত বাসযোগে তার ও নুর হোসেনের পালিয়ে থাকা সন্ত্রাসী ও বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে রাজধানী ঢাকায় শোডাউন করেন তিনি। শোডাউনে অংশগ্রহণ করেন বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসী, পরিবহন চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও বর্তমান সময়ের নতুন আতঙ্ক কিশোরগ্যাং সদস্যরা। হঠাৎ করে এতো বিশাল বাহিনীর সমাগমে সিদ্ধিরগঞ্জে আতঙ্ক বিরাজ করছে।
নুর হোসেনে এলাকায় থাকতে একদা র্যাব-১১ এর এক সদস্যকে শিমরাইল মোড়ের ফল পট্টিতে লাঞ্চিত করেন নুরুজ্জামান জজ ওরফে ছোট মিয়া। পরে ব্যপারটি সাংবাদিকরা জানার পর নুর হোসেনের কাছে বক্তব্য জানতে চাইলে নুর হোসেন তাদের ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করেন। একইভাবে র্যাবের তৎকালীন অফিসার সেভেন মার্ডারের দন্ডপ্রাপ্ত আসামী মেজর আরিফকে দিয়ে র্যাব-১১ এর উর্দ্ধতন কর্মকর্তাদের ম্যানেজ করেছিলেন।
এলাকাবাসীর মতে, নূর হোসেন ৭ খুন মামলায় জেল হাজতে থাকলেও তার অপরাধ সম্রাজ্য এতদিন নীরবে নিয়ন্ত্রণ করে আসছে নুর হোসেনের ছোট ভাই নূরুজ্জামান জজ ওরফে ছোট মিয়া। কিন্তু বর্তমানে নুর হোসেনের সাম্রাজ্য পুরোপুরি নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন নতুন অর্থের উৎসের জন্যেই ছোট মিয়ার এ শোডাউন বলে মনে করছেন এখানাকার বাসিন্দারা। এ কারণে এ এলাকায় দেখা দিয়েছে নতুন করে সন্ত্রাসী জজ আতঙ্ক।
এলাকাবাসী জানায়, আলোচিত ৭ খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনের ছোট ভাই সন্ত্রাসী নূরুজ্জামান জজ ওরফে ছোট মিয়া। সিদ্ধিরগঞ্জর রাজনীতিক কর্মকান্ডে তাকে না দেখা গেলও গত কয়েক বছর তিনি আন্ডারগ্রাউন্ডে থেকে নুর হোসেনের সাম্রাজ্য অল্প অল্প করে নিয়ন্ত্রন নিচ্ছিলেন । বর্তমানে বড় ভাই নূর হোসেনের অপরাধ জগত নিয়ন্ত্রণে নিতে রাজনৈতিক পরিচয়ে নিজেকে পরিচিত করছেন । এইজন্য তিনি বর্তমানে বাংলাদেশ মোটর চালক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিচ্ছেন। রাজনীতির মাঠে সক্রিয় না থাকলেও পর্দার আড়ালে থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ করছে দক্ষতার সাথে। শীতলক্ষা নদীর তীরে বালু মহলের অধিকাংশই এই জজের নিয়ন্ত্রণে ছিল। শিমরাইল আন্তঃজেলা ট্ট্রাক টার্মিনালের সভাপতি দেলোয়ারের সাথে মিশে ট্টাক টার্মিনালের চাঁদাবাজীর ভাগও নিচ্ছেন বলে জানা গেছে।
তার সাথে অবশ্য রয়েছে ভাতিজা বাদল, সোহেল, রুবেল ওরফে খালাতো ভাই রুবেল ও মামুন।









Discussion about this post