আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সর্বদা আপনাদের প্রশাসনের পাশে আছি । আমার মনে হয় না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে যে কোনো প্রশাসন হেল্প চেয়ে না শব্দটি শুনেছে। আমরা সব সময় পজিটিভ, আমরা পজিটিভ থাকতে চাই। রাজনীতির জায়গায় রাজনীতি কিন্তু আমরা জনগনের সার্ভেন্ট এই কথা ভুলে গেলে হবে না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী রোববার ২১ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজিত মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ অনেক বেশি কর্তব্য পরায়ণ এবং অনেক বেশি অভিজ্ঞ। আমরা তাঁদেরকে সেইভাবে কাজে লাগাতে পারিনা বলে অনেক সময় পুলিশের বিরুদ্ধে কথা বলে থাকি। কিন্তু আমি মনে করি বাংলাদেশে যতগুলো চৌকশ বাহিনী আছে তার মধ্যে পুলিশ অন্যতম।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম ব্যাপারী, করোনা ফোকাল পার্সন ডা. জাহিুদল ইসলামসহ আইনশৃংখলা বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের অনেকেই উপস্থিত ছিলেন ।









Discussion about this post