নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
পূর্ব ঘোষনানুযায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করার খবরে টনক নঢ়ে শহরের বাজারগুলোর অসাধু ব্যবসায়ীদের ।
শনিবার ১৬ নভেম্বর সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের প্রায় সকল বাজারের ব্যবসায়ীরা পেঁয়াজের দর ২৩০ থেকে কোন কোন দোকানী ২৬০ টাকা পর্যন্ত বিক্রি করে । সকাল থেকে বেলা ১১ টা পযৃয়ন্ত এভাবেই চলতে থাকে পেঁয়াজের দর । বেলা ১১টায় শহরের দিগুবাবুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করলে পেয়াজের ;র ২১০ থেকে ২২০ টাকায় নির্ধারণ করে দোকানীরা । সারাদনি শেষে সন্ধ্যা ৭টা পর্যন্ত একইদরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ ।
সকালে ভ্রাম্যমান আদালত তিনটি দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে নগরীর প্রধান কাঁচাবাজার দিগুবাবুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন ও ফারজানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শাহজাহান হালদার এবং পুলিশ সদস্যরা।
এ সময় তিনটি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পেঁয়াজের মূল্য তালিকা না টানানোর জন্য এই জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানদারকে পণ্যের মূল্য বেশি না রাখার জন্য সতর্ক করা হয় ।
ব্যবসায়ীদের অনেকেই জানান, সুযোগ নিয়ে কোন কোন অসাধু ব্যবাসায়ী অধিক মুণাফা আদায় করতে নানা অসাধু পন্থা অবলম্বন করে আসছে । এমন অসাধু পথে যারা ভোক্তাদের সাথে প্রতারণা করছে তাদের বিষয়ে কঠোর হওয়ার জন্যও অনেকে ব্যবসায়ী প্রশাসনের কঠোর নজরদারী আহবান করেছেন ।









Discussion about this post