শহরের কালীর বাজার এলাকার মেডিপ্লাস ক্লিনিকে ভুল চিকিৎসার শিকারে গৃহবধু ডালিয়াকে নিয়ে যখন তোলপাড় চলছে জেলাজুড়ে এমতাবস্থায় সদর উপজেলার ফতুল্লায় ভুল চিকিৎসার শিকার হয়ে এক নব জাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে । কোথায় কোন পেশাদারিত্ব ও জবাবদিহিতা না থাকায় একের পর এক অঘটন ঘটেই চলেছে আর তা ধামাচাপা দিচ্ছে অপরাধী প্রভাবশালী চক্র
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
সদর উপজেলার কালীরবাজারের পর এবার একই উপজেলার ফতুল্লার মোস্তাফিজ সেন্টারে অবস্থিত ফতুল্লা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে। তবে এবার ঘটেছে এক নবজাকতের মৃত্যু ।
ঘটনাটি ঘটেছে রোববার ২০ অক্টোবর দুপুরে।
এ ঘটনায় শিশুর বাবা মাসুম মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্বজনদের অভিযোগ, তাদের সাথে ক্লিনিকের চিকিৎসকরা দুঃব্যবহার করে বের করে দিয়েছে। নবজাতকের মৃত্যুর জন্য ক্লিনিকের চিকিৎসকদের অবহেলাকেই দায়ি করছেন তারা।
ভুল চিকিৎসায় মৃত শিশুর নানী জানান, বুধবার বিকেল ৪টায় ফতুল্লার মোস্তাফিজ সেন্টারে অবিস্থত জেনারেল হাসপাতালে তার মেয়ে পিংকিংকে ভর্তি করানো হয়। একই দিন বিকেল সাড়ে ৫টায় সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম নেয়। এ ঘটনার পর থেকে নব যাতক শিশুর অবস্থার অবনতি হতে থাকে। শনিবার রাতে অবস্থার অবনতি ঘটলে ক্লিনিকটির চিকিৎসকরা জোর করে অন্যত্র চিকিৎসা নিতে রোগিকে বের করে দেয়ার চেষ্টা করে। কিন্তু রাত গভীর হওয়ায় সম্ভব হয়নি।
রোববার ভোরে রোগির অভিভাবকরা প্রথমে শহরের ৩শ শয্যা হাসপাতালে পরে মাতুয়াইল হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে ঢাকা শিশু হাসপাতালে নেয়ার পথে নব জাতকের মৃত্যু হয়।
উল্লেখ্য, এই ক্লিনিকে কিছুদিন আগেও রক্তের ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া প্রায় সময়ই এই ক্লিনিকে রোগিদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ভুল রিপোর্ট দেয়া হয়ে থাকে বলেও অভিযোগ রয়েছে। এই ক্লিনিকটি বহুতল বিশিষ্ট হলেও এই ভবনে
লিফটের কোন ব্যবস্থা নেই।
যদি ২য় তলার উপরে কোন ক্লিনিক থাকলে লিফট সুবিধা থাকা বাধ্যতামূলক হলেও, মোস্তাফিজ সেন্টার কর্তৃপক্ষ তা মানছেন না এমন অভিযোগ ভুক্তভোগী মহলের। এ ব্যাপারে সিভির সার্জনের হস্তক্ষেপ দাবি করেছে ভুক্তভোগীরা।









Discussion about this post